সিরাজগঞ্জ পৌর এলাকায় নাজমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতের কোন এক সময় শহরের চৌরাস্তা মোড় সোনালী ব্যাংকের সামনে তার নিজ বাসায় এ ঘটনা ঘটেছে।
নিহত নাজমা বেগম ওই মহল্লার প্রয়াত মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক মাস্টারের স্ত্রী। সদর থানার পরিদর্শক (অপারেশন) নূরুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে এসে মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করছি। বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন