১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:২১

মাদারীপুরে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

জাতীয় সঙ্গীতের চেতনা শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করতে মাদারীপুরে হয়ে গেলো ‘শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন’ প্রতিযোগিতা। বুধবার সকালে মাদারীপুর সদর উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনটি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

মাদারীপুর সদর উপজেলার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত, মাধ্যমিক বিদ্যালয়ের ১৪টি ও কলেজ পর্যায়ে ৪টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে থেকে ৩টি গ্রুপের বিজয়ীরা জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া ও মোসা. নারগিস আক্তার। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস। প্রতিযোগিতায় বিচারক ছিলেন সঙ্গীতশিল্পী নন্দিনী হালদার ও সীমা সাহা। প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর