পটুয়াখালীর গলাচিপায় তিনটি গরু চুরির ঘটনায় চোরের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের আবুল বশার খান।
আসামিরা হলেন একই এলাকার মো. জাকির রাড়ি, মো. লিটু প্যাদা, মো. ইউসুফ মোল্লা, মো. জসিম মোল্লা ওরফে কিনু, মো. শহিদুল প্যাদা ও মো. বশির মৃধা। মামলা নম্বর সিআর-১২১/২০২০। গরু তিনটির মূল্য দেড় লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি গভীর রাতে আবুল বশার খানের গোয়াল ঘর থেকে গরু তিনটি চুরি হয়ে যায়। এ ব্যাপারে আবুল বশার খান গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর- ১০৮৪, তারিখ - ২৭/০১/২০২০ ইং। চোর সনাক্ত হলে এ নিয়ে এলাকায় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সালিশী বৈঠক বসে। সেখানে কোন বিচার না পেয়ে অবশেষে আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন বলে জানান আবুল বশার খান।
আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা