ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পৌরসভার দেবগ্রামের শিববাড়ী নামক এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (২২) শান্তিনগর এলাকার মুর্শেদ মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি শিববাড়ি নামক এলাকায় রেলস্টেশন পৌঁছালে এ সময় ওই যুবক রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল