২১ ফেব্রুয়ারি, ২০২০ ২১:০২

শ্রীমঙ্গলে নিয়ম না মেনে জাতীয় পতাকা উত্তোলন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গলে নিয়ম না মেনে জাতীয় পতাকা উত্তোলন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ম না মেনেই উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা। আজ দুপুরে শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কয়েকটি ব্যাংকে পতাকা পূর্ণ উত্তোলন করা হয়েছে। 
 
এছাড়া শহরের অনেক ব্যবসা প্রতিষ্ঠানেও নিয়ম না মেনে পতাকা উত্তোলন করতে দেখা গেছে। অথচ শহীদ দিবস ও জাতীয় শোক দিবসে বা সরকার ঘোষিত অন্যান্য দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে।
 
আবার এ বিধান যদি কেউ অমান্য করেন তাহলে ২০১০ সালে প্রণীত সংশোধিত পতাকাবিধি অনুসারে জাতীয় পতাকার ব্যবহার বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ এক বছরের কারদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। 
 
সাংবাদিক কলামিষ্ট ইসমাইল মাহমুদ বলেন, ‘পতাকা পূর্ণ উত্তোলন করে পতাকার প্রস্থ অনুযায়ী অর্ধনিমিত করতে হবে। এছাড়া যে কোন স্থানে যেন-তেন ভাবে পতাকা উত্তালন করা যাবে না। এমনটা হয়ে থাকলে এটা গুরুতর অপরাধ।’
 
মুক্তিযোদ্ধা ফনিভূষন চক্রবর্তী বলেন, অনেকেই এখনো পতাকা ব্যবহার বিধি জানেন না, এটা দু:খজনক। তিনি বলেন, স্কুলের শিক্ষার্থীদের দিয়ে পতাকা ব্যবহারে মানুষদের সচেতন করা যেতে পাবে। 
 
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি দেখছি।’ 
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর