বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ পরিচালক ড. আলহাজ উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক ভিভূতি ভূষণ সরকার, ঢাকা অঞ্চলের ডিডি মো. আবু সাঈদ মিয়া ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ আলী চেীধুরী ইকবালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন