কুমিল্লার মুরাদনগরে বাস চাপায় জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক পলাতক রয়েছে। সোমবার বিকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।
জসিম উদ্দিন উপজেলার গুনজর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। পেশায় সে ভাঙারি ব্যবসায়ী। তার দুই ছেলে এক মেয়ে রয়েছে।
সূত্র জানায়, কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে রাস্তা পার হওয়ার সময় পথচারী জসিম উদ্দিন চাকার নিচে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে নিহতের বাড়িতে শোকের মাতম নেমে আসে।
এ ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রব বলেন, নিহতের লাশ ও গাড়ি ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় চালক পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন