ফরিদপুর পৌর এলাকায় যানজট বর্তমানে ভয়াবহ আকার ধারন করেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট লেগেই থাকে। একদিকে ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন যত্রতত্র রাখার কারণে যানজট প্রকট আকার ধারন করে। অন্যদিকে, ফুটপাত দখল করে হকারদের বসার কারণে পথচারীদের চলাফেরা একেবারেই দায় হয়ে পড়ে।
দীর্ঘদিন ধরে ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট নিরসনে অটোরিকশা বন্ধ ও দুইদিন দুই কালারের ইজিবাইক চলাচলের উদ্যোগ গ্রহণ করে পৌর কর্তৃপক্ষ। মাঝে মধ্যেই পৌর কর্তৃপক্ষ মাঠে নামলেও নানা বাঁধার কারণে তারা সফল হতে পারছিল না। ২৯ ফেব্রয়ারি থেকে অটোরিকশা বন্ধ এবং ইজিবাইকের শৃংখলায় ফিরিয়ে আনতে চালকদের সময় বেঁধে দেয় পৌর কর্তৃপক্ষ। কিন্তু পৌর কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অটোরিকশা ও ইজিবাইকের চালকরা সেই নির্দেশ না মেনে তাদের অটোরিকশা ও ইজিবাইক চালানো অব্যাহত রাখে।
ফলে শহরবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অবশেষে অটোরিকশা বন্ধ ও লাইসেন্সবিহীন ইজিবাইকের বিরুদ্ধে স্বয়ং মাঠে নামলেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু। সোমবার সকাল থেকে মেয়র লাঠি হাতে রাস্তায় নেমে যানজট নিরসনসহ অবৈধ অটোরিকশা এবং ইজিবাইক আটক করতে থাকেন। এসময় তিনি ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেশকিছু অটোরিকশার ব্যাটারী খুলে নেন।
পৌর মেয়র সকালে পৌরসভা কার্যালয়ের সামনে থেকে অভিযান চালালেও দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে নিজে দাঁড়িয়ে থেকে যানজট নিরসন এবং অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা ও ইজিবাইক আটক করেন।
এ বিষয়ে পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অবৈধ অটোরিকশার কারণে শহরবাসী অতিষ্ঠ। দীর্ঘদিন ধরে তাদের বলা হলেও তারা কোন নির্দেশনা মানছেন না। ফলে বাধ্য হয়েই নিজে রাস্তায় নেমে অটোরিকশা বন্ধে কাজ করতে হচ্ছে।
তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। যারা ফুটপাত দখলে রেখেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া রাস্তার পাশে অনেকেই মোটরসাইকেল ও ছোট যানবাহন রেখে যানজটের সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। রাস্তায় নেমে পৌর মেয়রের এমন কর্মকান্ড শহরবাসী সাধুবাদ জানিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল