বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে তার জন্মস্থান মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় কবরস্থানে ফুল দিয়ে জেলা বিএনপি ও অংগসংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এ সময় কেন্দ্রীয় নেতা সেলিমা রহমান, মহাসচিবের দুই পুত্র খোন্দকার আকবর হোসেন বাবলু, খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, যুগ্ম আহবায়ক আতাউর রহমান, আজাদ হোসেন খান, মোতালেব হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন