৩০ মার্চ, ২০২০ ১৩:১৮

ভোলায় ছাত্রলীগের মাক্স ও সাবান বিতরণ

ভোলা প্রতিনিধি

ভোলায় ছাত্রলীগের মাক্স ও সাবান বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করছে ভোলা জেলা ছাত্রলীগের সদস্যরা। 

তারা সোমবার সকালে সদর উপজেলার শিবপুর, শান্তিরহাট, নবীপুর এলকার বিভিন্ন পয়েন্টে, দোকানে সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে ‘সুরক্ষা বৃত্ত’ অঙ্কন করে এবং অসহায় দারিদ্র জেলে পরিবার এর মাঝে মাস্ক ও সাবান বিতরণ করে। ভোলা কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসরুর মাহমুদ নিলয়ের নেতৃত্বে এই কার্যক্রমে অংশ নিয়েছেন ছাত্রলীগ নেতা তন্ময়, তমাল রহমান, নয়ন, সুশান্ত, ফজলে রাব্বী, কর্ণ দে প্রমুখ।  

অপরদিকে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনে কর্মহীন হয়ে পড়া জেলার সাত উপজেলার ১০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। 

সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে এক হাজার অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু , ২ কেজি ডাল ও এক কেজি লবণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। 

এ ছাড়া ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রায় সাড়ে ৩ হাজার হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য সামঘ্রী পৌছে দেয়ার কার্যক্রম শুরু করেছেন।  

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর