৩১ মার্চ, ২০২০ ১৯:০৪

ঠাকুরগাঁওয়ে প্রতারণার অভিযোগে ইউপি মেম্বারের সহযোগীকে দণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে প্রতারণার অভিযোগে ইউপি মেম্বারের সহযোগীকে দণ্ড

স্থানীয় ইউপি মেম্বারের হয়ে বিভিন্ন কাজের কথা বলে ২ লক্ষাধিক টাকা গ্রহণকারী সহযোগী মোফাজ্জল হোসেনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর আদর্শ কোলনীতে এ ঘটনা ঘটে। 

সোমবার কাজের লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও মেম্বার জামাল হোসেনের নামে লিখিত অভিযোগ দিতে বলেন তিনি।  

জানা যায়, জগন্নাথপুর ইউপির ১ নং ওয়ার্ডের মেম্বার জামাল হোসেন তার সহযোগী মোফাজ্জল হোসেনকে দিয়ে বিভিন্ন কাজ ও সুবিধার কথা বলে এলাকার মানুষের নিকট থেকে প্রায় ২ লক্ষাধিক টাকা গ্রহণ করে। সোমবার বিকেলে ভুক্তভোগীরা মোফাজ্জল হোসেনকে আটক করে। এ সময় তারা তার কাছে জমা দেওয়া টাকা দাবি করে বিষয়টি থানা পুলিশ ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মোবাইল কোর্টে সোপর্দ করে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর