৩১ মার্চ, ২০২০ ২১:৪৫

হেলমেট-পিপিই পড়ে রিক্সা চালান রুপচান!

শেরপুর প্রতিনিধি:

হেলমেট-পিপিই পড়ে রিক্সা চালান রুপচান!

করোনা আতঙ্কে চারদিকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংকট। অথচ সেই পিপিই আর হেলমেট পড়েই রিক্সা চালান রুপচান মিয়া (২৫)।

রুপচানের বাড়ি শেরপুর জেলার নকলা পৌরসভার মমিনাকান্দা এলাকায়। পরিবারের চাহিদা মেটাতে প্রতিদিন রিক্সা চালাতে বের হতেই হয় তাকে। তবে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিয়ে এভাবে রাস্তায় বের হলে মানুষ তাকে কৌতূহল ভরে দেখেন। 

গত কয়েক দিন ধরে রুপচান পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লোবস ও হেলমেট পড়ে রিক্সা চালিয়ে নকলা শহরে অনেকের নজরে এসেছেন। দেশব্যাপী পিপিইর সংকট থাকলেও তিনি এটি কীভাবে পেলেন- এমন প্রশ্ন অনেকের। 

জানতে চাই রুপচান বলেন, আমি ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতাম। সেখান থেকে এ সরঞ্জামসমূহ সংগ্রহ করেছি। 

মাস্ক থাকলেও হেলমেট কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে করোনা থেকে অতিরিক্ত সুরক্ষাও হয় আবার দুর্ঘটানা থেকে রক্ষাও পাওয়া যায়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর