১ এপ্রিল, ২০২০ ১৯:০৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরও ৫৬৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরও ৫৬৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৪ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা মোট ৩৫০৩ জনের মধ্যে মেয়াদ পেরিয়ে যাওয়ায় ২৭৮৯ জন প্রবাসীকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ৭১৪ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, এখনো পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হননি। করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় সদ্য ফেরৎ প্রবাসীদের হোমকোরেন্টাইন নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। বুধবার সকালে থেকে দুপুর পর্যন্ত মেজর মাহফুজের নেতৃত্বে সেনা সদস্য শহরের পাইকপাড়া, কালাইশ্রীপাড়াসহ বিভিন্ন মহল্লায় গিয়ে সদ্য ফেরত প্রবাসীরা হোমকোয়রেন্টাইনের শর্ত মানছেন কিনা তা খতিয়ে দেখেন এবং প্রবাসীদের সাথে কথা বলে জনস্বাস্থ্য সুরক্ষায় তাদেরকে সচেতন থাকতে ও নির্ধারিত সময় পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের শর্ত মেনে চলতে আহ্বান জানান।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর