৪ এপ্রিল, ২০২০ ২০:৩১

নাগরপুরে কর্মহীন জনগণের দ্বারে দ্বারে ইউএনও

টাঙ্গাইল প্রতিনিধি:

নাগরপুরে কর্মহীন জনগণের দ্বারে দ্বারে ইউএনও

মরণব্যাধী করোনাভাইরাসের সংক্রামণ রোধে মাঠ পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ধরণের পদক্ষেপ নিয়েছে নাগরপুর উপজেলা প্রশাসন। করোনাভাইরাস সংক্রামনের এ সময় জনসাধারণকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। লোকজনের ঘরে থাকা নিশ্চিত করতে এবং জনগণকে সচেতন করতে সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা চষে বেড়াচ্ছেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। 

কাজের খোঁজে ঘর থেকে বের হওয়া এ সব মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তারা যেন পেট চালানোর দোহাই দিয়ে রাস্তায় বের হয়ে সরকারের নির্দেশনা ভঙ্গ না করে। এজন্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে জণসাধারনকে তিনি সচেতন করেছেন। তাদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহনের পূর্বে তাদেরকে ঘরে ফিরে যেতে সচেতন করেছেন। এরপরও যারা একেবারে নিতান্ত হয়ে কাজের সন্ধানে বের হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার পরিবর্তে এ সব নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দিচ্ছেন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম দিন থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি। গ্রামীন জনপদের প্রায় প্রতিটি কর্মহীন পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান। এর আগেও উপজেলার বিভিন্নস্থানে এসব খেটে খাওয়া মানুষের হাতে খাদ্য তুলে দিয়েছেন তিনি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর