৫ এপ্রিল, ২০২০ ২২:২৫

দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ এমপি মোশারফের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ এমপি মোশারফের

করোনার সংক্রমণ প্রতিরোধে অসহায় দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন বগুড়া-৪ আসনের (কাহালু-নন্দীগ্রাম) সংসদ সদস্য শিল্পপতি আলহাজ্ব মোশারফ হোসেন। 

রবিবার দিনভর নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করেন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের আহ্বান জানান।

এমপি মোশারফ হোসেন বলেন, আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে কোভিড-১৯ নোভেল করোনাভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। কারণ করোনা যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না পুরো ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মুত্যুপুরীতে পরিণত হবে। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করি। আর করোনাভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষণা করি। 

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার, বগুড়ার সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহম্মেদ রাজেউর রহমান, নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন ও  থানা পুলিশের সদস্যরা। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর