৬ এপ্রিল, ২০২০ ১১:৫৭

বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন মাদারীপুরের ইউএনও

মাদারীপুর প্রতিনিধি

বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন মাদারীপুরের ইউএনও

করোনাভাইরাস প্রতিরোধের জন্য ঘরে থাকা কর্মহীন মানুষের মধ্যে প্রতিদিনই ত্রাণ দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিচ্ছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধের জন্য মানুষজন ঘরে থাকছেন। কাজ বন্ধ থাকায় অনেক পরিবার অসহায় হয়ে পড়েছেন। এসব পরিবারের মধ্যে সরকারীভাবে ত্রাণ দেয়া হচ্ছে। সেই ত্রাণ নানাভাবে অসহায় মানুষদের মধ্যে পৌছে দেয়া হচ্ছে। 

এ ব্যাপারে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, মানুষ মানুষের জন্য। মানুষে বিপদের সময় যদি তাদের পাশে দাড়াতে না পারি, তাহলে কাজ করে লাভ কি। সবারই উচিত এই বিপদের সময় মানুষের পাশে থাকা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর