৯ এপ্রিল, ২০২০ ১৪:৩৩

বগুড়ায় স্থাপন হতে যাচ্ছে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় স্থাপন হতে যাচ্ছে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব

বগুড়ায় করোনাভাইরাসের পরীক্ষার জন্য ল্যাব স্থাপন হতে যাচ্ছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য মেশিন আসছে। এরপর পরীক্ষার জন্য ল্যাব তৈরী হলে আগামী এক সপ্তাহের মধ্যে বগুড়ায় করোনাভাইরাসের পরীক্ষা করা সম্ভব হবে। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সুত্রে জানা যায়, মন্ত্রানালয়ে নির্দেশনায় ইতিমধ্যে ল্যাবরেটরী চালুর জন্য অভ্যন্তরীন প্রস্তুতির কাজ চলছে। হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে এই ল্যাব চালু করা হবে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: রেজাউল আলম জুয়েল জানান, পিসিআর (পলিমার চেইন রিএ্যাকশন) ল্যাবের মেশিনটি আজ বৃহস্পতিবার বগুড়ায় আসছে। আগামী এক সপ্তাহের মধ্যে বগুড়ার ল্যাব থেকে পরীক্ষা করা যাবে। প্রস্তুতি চলছে ল্যাবটি চালু করার। এছাড়া ঢাকার বিশেষজ্ঞ দল এসে বগুড়ার কর্মকর্তা ও কর্মচারীদেরও সকল বিষয়ে প্রশিক্ষিত করে তুলবে। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর