৯ এপ্রিল, ২০২০ ১৮:০৬

হাকিমপুরে বিনামূল্যে ওএমএসের চাল বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

হাকিমপুরে বিনামূল্যে ওএমএসের চাল বিতরণ

করোনাভাইরাসের প্রভাবে অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন। এই সংকটময় পরিস্থিতিতে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা এলাকায় মঙ্গলবার ১০টাকা কেজি দরে ওএমএসের চাল বিনামূল্যে বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। 

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টায় হাকিমপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জালালপুরে বিনামূল্যে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম।

তিনি করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া গরীব, অসহায় ও দুস্থদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে তার নিজস্ব অর্থায়নে বিনামুল্যে ওএমএসের চাল বিতরণ শুরু করেন। এ সময় সেখানে কাউন্সিলর ইসরাইল হোসেন উপস্থিত ছিলেন।

হিলি পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম বলেন, ওএমএস কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে ৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সপ্তাহে তিন দিন এই চাল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডেই এই চাল বিতরণ করা হবে। 
তিনি আরও জানান, ১০ টাকা কেজি দরে এসব চাল দেওয়ার কথা থাকলেও তার নিজস্ব অর্থায়নে এসব চাল বিনামূল্যে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করছেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর