ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিম্নমানের চাল ক্রয় করে মেশিন দিয়ে চিকন করে মিনিকেট হিসেবে বাজারজাত করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারের চাল ব্যবসায়ী হরিদাস বনিককে এ জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, রূপাপাত গ্রামের বাসিন্দা কালিনগর বাজারের চাল ব্যবসায়ী হরিদাস বনিক দীর্ঘদিন ধরে নিম্নমানের চাল ক্রয় করে মেশিন দিয়ে চিকন করে মিনিকেটের বস্তায় ভরে মিনিকেট চালের সিল মেরে বাজারজাত করে জনগণের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী থানার ডহরনগর ফাড়ি পুলিশ হরিদাস বনিকের চালের গুদামে অভিযান চালিয়ে গুদামটি সিলগালা করে দেয়। বিকেল সাড়ে ৫টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, নিম্নমানের চাল ক্রয় করে মিনিকেট হিসেবে বাজারজাত করে জনগণের সাথে প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার আইনে চাল ব্যবসায়ী হরিদাস বনিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক অভিযানে বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাসের কারনে সামাজিক দূরত্বের আইন অমান্য করে দোকান খোলা রাখায় বোয়ালমারী বাজারের ব্যবসায়ী খোকন সাহাকে ১০ হাজার এবং পবিত্র কুমার সাহাকে ১০ হাজার মোট ২০ হাজার টাকা দণ্ডবিধি ১৮৬০ এর ২৭১ ধারায় জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যজিস্ট্রেট ঝোটন চন্দ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ