ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মোবাইলে ফোন পেয়ে নিজেই ত্রাণ নিয়ে কর্মহীন অসহায় পরিবারের কাছে নিজে ছুটে যাচ্ছেন। গত কয়েকদিন ধরে এমপি শাওন তার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত রেখেছেন।
বৃহস্পতিবার লালমোহন পৌর এলাকার নয়ানী গ্রামসহ কয়েকটি এলাকায় প্রায় ৫০০ ঘরে ত্রাণ পৌছে দিয়েছেন তিনি।
এসময় এমপি শাওন বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে হলে সবাইকে ঘরে থাকতে হবে। আপনারা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ঘরে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের মাঝে ত্রাণ পৌছে দিচ্ছি।
এ সময় তিনি করোনা সংকট শেষ না হওয়া পর্যন্ত অসহায়দের পাশে থাকার প্রত্যাশাও ব্যক্ত করেছেন। এমপি শাওন আরো বলেন, ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌছে দিতে লালমোহন ও তজুমদ্দিনে ১০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। এরা মোবাইলে যে কোন সময় ফোন ফেলেই ত্রাণ পৌছে দিয়ে আসবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ