১০ এপ্রিল, ২০২০ ১৭:০৯

মাগুরায় আগুনে ৭ পরিবারের ৯ বসতঘর ভস্মীভূত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় আগুনে ৭ পরিবারের ৯ বসতঘর ভস্মীভূত

ভয়াবহ আগুনে মাগুরা সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামে ৭ পরিবারের ৯টি বসতঘরসহ যাবতীয় মালামাল ভস্মীভূত হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে

বিষয়টি নিশ্চিত করে মাগুরা ফায়ার স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান জানান, সকালে চন্দনপ্রতাপ গ্রামের শেখ পাড়ায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগে। মাগুরা ও শ্রীপুরের দুটি টিমের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে ৭টি পরিবারের ৯টি বসতঘরসহ বেশকিছু মালামাল পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- লিটন শেখ, ইরাত শেখ, জিন্নাহ মোল্লা, ইশা মিয়া, আকিদুল শেখ, লিছু শেখ ও গুজেল মোল্লা। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস জানান, আগুনে এসব দিনমজুর ও কৃষক পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে এ সময় স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর সেখানে গিয়ে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার কথা জানান। তাৎক্ষণিকভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের মাধ্যমে ১০ বান্ডিল টিন ও ১০ ব্যাগ ত্রাণ দিয়েছেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর