১০ এপ্রিল, ২০২০ ২১:০২

শিক্ষার্থীদের উদ্যোগে বিনামূল্যের সবজি বাজার!

কুমিল্লা প্রতিনিধি:

শিক্ষার্থীদের উদ্যোগে বিনামূল্যের সবজি বাজার!

করোনাভাইরাসে কর্মহীনদের জন্য কুমিল্লার মেঘনা উপজেলার সেননগরে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ’ বিনামূল্যে সবজি বাজার বসিয়েছে। 

সূত্র জানায়, গরিব মানুষের জন্য বাজারে রেখে দেয়া হয় শাক-সবজি। তার মধ্যে রয়েছে আলু, টমেটো, বেগুন, করলা, ডিম, মরিচসহ বিভিন্ন কাঁচামাল। এলাকাবাসী সকাল ১০টার মাঝেই যার যেমন দরকার তেমন পরিমাণ এখান থেকে বিনামূল্যে নিয়ে যান। কেউ প্রয়োজনের চেয়ে বেশি নেননি, সম্মান জানিয়েছেন অন্যের প্রয়োজনটুকুকে। কর্মহীন মানুষগুলো সহযোগিতা পেয়ে খুশি।

উদ্যোক্তাদের একজন দড়িকান্দি গ্রামের বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিসালাত জানান, শিক্ষার্থীদের চাঁদা দিয়ে কেনা সবজি দিয়ে এই বাজার বসানো হয়। প্রথম দিন দুই শতাধিক মানুষ বিনামূল্যে সবজি নিয়েছেন। পরে মানিকারচর বাজারে বসানো হবে। মেঘনা উপজেলার প্রতিষ্ঠাতা শফিকুল আলম আমাদের আয়োজনে আট বস্তা পিঁয়াজ দিয়ে সহযোগিতা করেছেন। অন্যান্যরাও এগিয়ে আসছেন। সমাজের বিত্তবান মানুষেরা সহযোগিতা করলে আমরা বাজার আরো বড় করতে পারবো।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর