চলমান করোনা পরিস্থিতিতে কুমিল্লার নাঙ্গলকোটে আর্তমানবতার সেবায় তৎপর রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানবিক সংগঠন ‘সংশপ্তক’। সংগঠনটির উদ্যোগে নাঙ্গলকোট পৌরসভা ও উপজেলার ১৬টি ইউনিয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
জানা যায়, দেশে করোনার প্রভাব শুরু হওয়ার পর থেকে সংশপ্তকের উদ্যোগে জনসচেতনতায় লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, গ্রামে গ্রামে মাইকিং, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং পৌর সদর সহ প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার সমূহে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। জেলা প্রশাসনের নির্দেশে লকডাউন ঘোষণা করা হলে গরীব, অসহায় ও কর্মহীন এক হাজার সাতশ’ (১৭০০) পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। বর্তমানে ‘হ্যালো সংশপ্তক’ নামে হটলাইন চালু করে সমাজের সুবিধাবঞ্চিতদের মধ্যে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
এ কর্মসূচির অধীনে আজ শনিবার (২ মে) পর্যন্ত সমস্যাগ্রস্ত ১৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ৪৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। ‘সংশপ্তক’ এর সমন্বয়ক জহিরুল ইসলাম অন্যান্য সদস্যদের নিয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। সংগঠনের উদ্যোগে পৌরসভার কেন্দ্রা গ্রামের ৫ কন্যা সন্তানকে নিয়ে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনকারী বিধবা নারীকে একটি ঘর করে দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
‘সংশপ্তক’ এর সমন্বয়ক জহিরুল ইসলাম জানান, নাঙ্গলকোটে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ‘সংশপ্তক’। রাজনৈতিক, পেশাজীবী, প্রশাসন ও সাধারণ মানুষ আমাদের উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করে আসছে। সকলের আন্তরিক সহযোগিতায় তরুণদের প্রচেষ্টায় সংশপ্তক কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পেরেছে। করোনা সঙ্কট যতদিন চলমান থাকবে ‘সংশপ্তক’ ততদিন কার্যক্রম চালিয়ে যাবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/হিমেল