গাজীপুরের কাপাসিয়ায় নূরুজ্জামানের ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা বারিষাব ইউনিয়নের লোহাদী নরসিংহপুর এলাকার কারখানাটিতে অভিযান পরিচালনা করেন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসমত আরা জানান, ভেজাল গুড় উৎপাদন করার দায়ে নূরুজ্জামানকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে ১৭ বস্তা চিনি, গুড় সাদা করার মেডিসিন ও অনেক পচা গুড় জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেন কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ শাদী।
তিনি আরো জানান, অভিযুক্ত নূরুজ্জামান তার কারখানায় পুরাতন নষ্ট গুড়ের সাথে চিনি ও খাবার সোডা (বেকিং পাউডার) মিশিয়ে নতুন করে গুড় তৈরি করে বাজারজজাত করে আসছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার