আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে করোনার ভয়কে জয় করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসব ইনশাআল্লাহ। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ দ্রুত করোনামুক্ত হোক মহান আল্লাহর কাছে এমন প্রার্থনা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, একজন মানুষও না খেয়ে থাকবে না। করোনায় বিশ্বের প্রায় সব দেশেই কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে এবং দেশে দেশে এখন জরুরি অবস্থা চলছে। এর মধ্যেও শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছে।
শনিবার সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া চান্দালীর মোড় এবং মুজিব সড়কের মুক্তা প্লাজায় অসহায় মানুষের মধে চাল-ডাল ও তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করে এ কথা বলেছেন।
করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে জনগনকে ঘরে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এবং আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে।
এ সময় চেম্বার অবকমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য, ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হাকিম, পৌর কাউন্সিলার সেলিম আহমেদ, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে আহমেদ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার