বেনাপোল বন্দর থানার সাদিপুর সীমান্ত থেকে উদ্ধার করা সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে বিজিবি সদস্যরা বন্দর থানায় হস্তান্তর করেছে।
আজ সকালে বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্প তাকে বন্দর থানায় হস্তান্তর করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান, সাংবাদিক কাজলকে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা উদ্ধার করে। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তাকে আটক দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন