কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মালিকবিহীন দু'টি পলিথিন মোড়ানো ব্যাগের ভেতর থেকে ৫১ হাজার ৬৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের দমদমিয়া হাফিজের জোড়া সংলগ্ন নাফনদীর তীরবর্তী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, হ্নীলা ইউনিয়নের দমদমিয়া হাফিজের জোড়া সংলগ্ন নাফনদীর তীরবর্তী এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা পাচারের উদ্দেশ্য মজুদ রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল ঔই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এক পযার্য়ে জঙ্গলাকীর্ণ পৃথক দুটি স্থানে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় দুটি ব্যাগ পাওয়া যায়।
পরে ব্যাগ দুটি খুলে গণনা করে এক কোটি পঞ্চান্ন লাখ আট হজার টাকার মূল্যমানের ৫১ হাজার ৬৯৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। যা যানবাহন চলাচল স্বাভাবিক হলে সেখান থেকে দেশের বিভিন্ন এলাকায় পাচার করতো মাদক কারবারিরা। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উদ্ধর্তন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ