ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্র ও নেত্রকোনার সন্তান তৌহিদুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত বিচার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
'আমরা নেত্রকোনার সন্তান ' ব্যানারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং দত্ত স্কুলের সাবেক শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত তৌহিদের মামা আব্দুল আওয়াল, জেলা ছাত্রলীগের নেতা রবিউল আওয়াল শাওন, জাককানইবির সাবেক শিক্ষার্থী মৃণাল কান্তি ভট্টাচার্য্য, জাককানইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর, নেত্রকোনা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক আবু বকর সিদ্দিকী রিয়াদ, দত্ত স্কুলের সাবেক শিক্ষার্থী ফাহিম রহমান খান পাঠান প্রমুখ।
এ সময় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলামের হত্যার ঘটনাকে অন্যদিকে না ঘুরিয়ে সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ০১ এপ্রিল সেহরির সময় ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুর পাড়ের একটি ছাত্রমেসে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তৌহিদকে হত্যা করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম