গাজীপুরের কাপাসিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় রিকশা থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত আছিয়া খাতুন (৫৫) কাপাসিয়ার দস্যুনারায়ণপুর গ্রামের সোলায়মান হোসেনের স্ত্রী।
জানা গেছে, রবিবার সকালে আছিয়া তার মেয়ে ও নাতনীকে নিয়ে অটোরিকশাযোগে যাচ্ছিলেন। রিকশাটি দস্যুনারারণপুর এলাকায় গেলে পেছন দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে তিনি মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে রিকশার অন্যরা অক্ষত রয়েছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল