করোনা সংকটে চাঁপাইনবাবগঞ্জে প্রায় লক্ষাধিক মধ্যবিত্ত পরিবার করুণ অবস্থার মধ্যে পড়েছে। দেড়মাস ধরে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যা সঞ্চয় ছিল তা ভাঙ্গিয়ে এতদিন সংসার চালানোর পর দুর্ভোগে পড়েছে পরিবারগুলো।
প্রধানমন্ত্রী মধ্যবিত্তদের সহায়তার কথা বললেও চাঁপাইনবাবগঞ্জে এর প্রতিফলন ঘটেনি। তবে সদর মডেল থানা পুলিশ ও শিবগঞ্জ থানা পুলিশ সামান্য কয়েকটি মধ্যবিত্ত পরিবারের কাছে গোপনে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন জনপ্রতিনিধি বা প্রশাসনের পক্ষ থেকে মধ্যবিত্ত পরিবার খাদ্য সহায়তা না পাওয়ায় পরিবারগুলোর আগামীর পথচলা ভাবিয়ে তুলেছে।
জানা গেছে, জেলায় প্রায় এক লাখ মধ্যবিত্ত পরিবার রয়েছে। যারা বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে জীবিকা নির্বাহ করে। এছাড়াও রয়েছেন প্রাইভেট শিক্ষক, কোচিং সেন্টারের শিক্ষক ও পরিচালক, কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক যারা ছাত্র-ছাত্রী পড়িয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু প্রায় দুই মাস হতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টারসহ প্রাইভেট পড়ানো বন্ধ রয়েছে। এমন অবস্থায় ওইসব পেশার সাথে জড়িতরা অর্থ সংকটে মানবেতর জীবন যাপন করছেন। কিন্তু মান সম্মানের ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। তারপর চলছে রমজান মাস ঈদও আসন্ন।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক জানান, তিনি ছাত্র-ছাত্রী পড়িয়ে যা আয় করেন তা দিয়েই ৪ সদস্যের পরিবার চালান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই মাস ধরে কিন্ডারগার্টেন স্কুল ও প্রাইভেট বন্ধ থাকায় বেতন পাননি তিনি। এতে করে আর্থিক সংকটে পড়েছেন তিনি। ফলে লোকলজ্জা দূরে রেখে তিনি পাশের এক বাড়ি থেকে কিছু চাল নিয়েছেন বলেও জানান। এ
এ ব্যাপারে জেলা প্রশাসক এজেডএম নূরুল হক বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সকলকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল