নিজের পালিত শখের ঘোড়া ও ব্যবহৃত মোটরসাইকেল বিক্রি করে ভাড়াটিয়া, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শফিকুল ইসলাম মৃধা নামের এক ব্যক্তি। শফিকুল শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের (মাওনা উত্তরপাড়া) গ্রামের মৃত সাহাব উদ্দিন মৃধার ছেলে। রবিবার ওই গ্রামের দুই’শ পরিবারের সদস্যদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে তিনি নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল কেজি ৩ চাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু, এক হালি ডিম, এক কেজি আটা, আধা কেজি ডাল।
শফিকুল ইসলাম মৃধা জানান, আনুমানিক ৫/৬ দিন আগে ওই এলাকার একজন ভাড়াটিয়া নারী (৪০) চাল কেনার জন্য আমার কাছে এসে কিছু টাকা চায়। তখন আমি তাকে পাঁচশ টাকা দিয়ে বললাম, চাচি আপনি কি কোনো সরকারি ত্রাণ পাননি? সে বলে বাবা আমি এ এলাকার ভোটার না। তাই, মেম্বার ও নেতাকর্মীরা আমারে ত্রান দেয় না। ওই নারীর কথা শুনে খুব কষ্ট পেয়েছি। তারপরই সিদ্ধান্ত নেই নিজের পালিত শখের ঘোড়া ও ব্যবহৃত মোটর সাইকেল বিক্রি করে যা পাই, তা দিয়ে আমার আশেপাশের এলাকার ভাড়াটিয়া, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করব। ওই টাকা দিয়ে আমি দুই’শ পরিবারের সদস্যদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে তিনি নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
একই এলাকার ফয়সাল মৃধার ভাড়াটিয়া ফালান বলেন, আমি বেশ কয়েকদিন যাবত ছেলে-মেয়ে নিয়ে না খেয়ে আছি। এ মুহূর্তে শফিক ভাই আমার বাড়িতে এসে খাদ্য সামগ্রী দিয়ে যাওয়ায় আমি কয়টাদিন খেতে পারব।
বিডি প্রতিদিন/হিমেল