নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরীর নদীর বালু উত্তোলনের ড্রেজারের গর্তে পড়ে স্বপন চন্দ্র সরকার (৫৫) নাম্বে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে স্বপন নদীতে বাংলা ড্রেজারের গর্তে গোসল করতে নামলে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে খবর দিলে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার কাজে নামে। পরবর্তীতে বেলা ১২ টায় ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়।
নিখোঁজ স্বপন পৌরসভার সাধুপাড়া এলাকার স্বর্গীয় কুমুত চন্দ্র সরকারের ছেলে। তিনি বিভিন্ন সাইনবোর্ড লিখার কাজ করতেন।
স্থানীয়রা জানায়, সকালে গোসলের সময় পাশেই গোসল করা দুই নারী তাকে ডুবতে দেখে স্থানীয়দেরকে ডাক দিলে প্রথমে স্থানীয়রা তাকে উদ্বারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুবুল জানান, নদীতে স্রোত থাকায় উদ্ধারে কিছুটা বেগ পোহাতে হচ্ছে। তবে ময়মনসিংহের ডুবুরি দল যেহেতু উদ্ধারে নেমেছে আশা করছি দ্রুতই উদ্ধার কাজ সম্পন্ন হবে।
বিডি প্রতিদিন/হিমেল