ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের নমুনা কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। বুথ উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
আজ রবিবার সকালে এ বুথ উদ্বোধনকালে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা দুর্যোগ মোকাবিলা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মানলে করোনা মোকাবিলায় সমস্যা হবে না।
পরে লালমোহন মাদ্রাসা মাঠে ২ হাজার অহসায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় পরিকল্পনা কমিশনের সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
অপরদিকে, দুপুরে লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা পরিস্তিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, পরিকল্পনা কমিশনের সচিব আবুল কালাম আজাদ অংশ নেন।
এছাড়া কওমী মাদ্রাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের অর্থ বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহেদুল ইসলাম নবীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ