করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় অস্বচ্ছল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ফুটবল খেলার মাঠে খাবার সামগ্রী তুলে দেন জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম।
মুজিবনগর উপজেলায় ৩০০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান ও মাস্ক।
ত্রাণ বিতরণ কার্যক্রমের আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ই¯্র্রাফিল হোসেন, মুজিবনগর উপজেলা কর্মকর্তা মিরাজুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন