চাঁদপুরের মতলব উত্তর থানাধীন চরওয়েভস্টার গ্রাম থেকে অস্ত্রসহ মো. জাহিদ শিকদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০ টার দিকে ওই গ্রাম হতে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পুরাতন দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়েছে।
রিভলবারসহ স্থানীয় জনগণ তাকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে অস্ত্রসহ আটক করে নিয়ে যায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করা হয়েছে বলে থানা পুুলিশ সূত্রে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম