সাতক্ষীরার পাটকেলঘাটায় অভিযান চালিয়ে গণধর্ষণের মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন থানার মির্জাপুর গ্রামের মৃত মোমিন সরদারের ছেলে মমতাজ সরদারর (৪৫), অপর দুজন একই এলাকার শহিদুল সরদারের ছেলে সবুজ সরদার (২২) ও বিল্লাল সরদার (৩৮)।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, গত ২৭ এপ্রিল থানার জগদানন্দকাটি গ্রামের এক নারী (৩৮) গণধর্ষণের শিকার হয়ে আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। এরপর আসামিরা আত্মগোপন করেন।
শনিবার গভীর রাত পর্যন্ত পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে সোপার্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন