সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখায় ভাঙ্গায় ১৬ ব্যবসায়ীকে ৩৭ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (২ মে) বিকেলে ভাঙ্গা উপজেলার সদরের বাজার এবং মানিকদহ ইউনিয়নের পুখরিয়া বাজারে পরিচালিত এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমিন।
আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে ভাঙ্গা বাজারের ৬টি এবং পুখরিয়া বাজরের ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। জরিমনাপ্রদানকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে কাঁচামাল বিক্রেতা, পোশাক বিক্রেতা ও স্টিলের সমগ্রী বিক্রেতা রয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমিন বলেন, জনস্বাস্থ্য, নিরাপত্তা সুবিধা, শোভনতা ও নৈতিকতা সংক্রান্ত ১৮৬০ সালের সংঘরোধ সংক্রান্ত নিয়ম অমান্য করায় ওই ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ