বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ৫ হাজার ১০০ কেজি চাল উপজেলার কর্মহীন ৫০৫টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। রবিবার আদালতের যথাযথ নির্দেশে মোতাবেক জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা চাল বিতরণ করেন।
বগুড়া জেলা পুলিশ সুত্রে জানা যায়, গত ১১ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন পুলিশ সদস্যরা। এ সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫ হাজার ১০০ কেজি চাল জব্দ করে মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে আদালতে উদ্ধার হওয়া চালগুলো পুলিশের ব্যবস্থাপনায় বিতরণের আবেদন জানায় বগুড়া জেলা পুলিশ বিভাগ। আবেদনের পর আদালত প্রকৃত দুস্থদের মধ্যে বিতরণ করার নির্দেশনা প্রদান করেন।
নির্দেশ প্রাপ্তির পর রবিবার বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা শিবগঞ্জ থানা চত্বরে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর চালগুলো পুলিশ সদস্যরা দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।
জেলা পুলিশের পক্ষ থেকে ২ কেজি করে আলু এবং ১০ কেজি চাল দিয়ে মোট ১২ কেজির প্যাকেটে ৫০৫টি পরিবারের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন