বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর কারণে ভাঙ্গনের শিকার সর্বশান্ত পরিবারসহ করোনাভাইরাসে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন প্রায় ৩ হাজার মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন। কর্মহীন ও হতদরিদ্র মানুষকে ১০ কেজি চাল ও ২ কেজি করে আলু দিয়েছেন।
খাবার সামগ্রী বিতরণকালে সারিয়াকান্দি পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়ার সারিয়াকান্দি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে উপহার সামগ্রী হিসেবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও সরকারি সুবিধা এবং ব্যক্তিগতভাবে সাধ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এর মধ্যে ৩ হাজার জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন