দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে ২৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুর ১২টায় ফুলবাড়ী পৌর বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর বাজারে অভিযান চালিয়ে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে, হোটেল ব্যবসায়ী আসোয়াদ হোসেনকে এক হাজার টাকা, চারু মিয়াকে এক হাজার টাকা ও কাপড় ব্যবসায়ী লুৎফর রহমানের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম