দেশের বহুল আলোচিত সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার অন্যতম আসামি মোস্তাফিজুর রহমান পিযুষ জামিনে মুক্ত হয়ে আবারও হত্যাকান্ডে জড়িয়ে পড়েছে।
আজ রবিবার ভোরে পিযুষ তার দলবল নিয়ে প্রতিপক্ষ নিজ এলাকার পাড়কোলা গ্রামের উপর হামলা চালিয়ে আজগর আলী প্রামানিক (৬৫) নামে এক ব্যক্তিকে ফলা দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি এলাকার বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটও করেছে।
স্থানীয়রা জানান, সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামি মোস্তাফিজুর রহমান পিষুষ জামিনে মুক্ত হয়েই এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। জামিনে মুক্ত হবার পর সাংবাদিককে হত্যা করে কিছুই হয়নি- এমন ভাব নিয়ে এলাকাল চলাফেরা করতে শুরু করে। কয়েকদিন আগে পিষুষ ও তার বাহিনীর বিরুদ্ধে একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করার এমন অভিযোগ তোলে একই এলাকার বর্তমান কাউন্সিলর বেলাল হোসেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
এ দ্বন্দ্বের জেরে দু'দিন আগে পিষুষ বাহিনীর লোকজন বেলাল সমর্থকদের বাড়িঘর হামলা-ভাঙচুর ও লুটপাট করে। এতে অন্তত দুপক্ষের ২০ জন আহত হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ অবস্থায় আজ রবিবার ভোরে পিযুষ বাহিনীর লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র লাঠি, ফালা, হলঙ্গা ও রামদা নিয়ে বেলাল সমর্থকদের উপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'পক্ষকে সরিয়ে দেয়। সকাল সাড়ে ৭টার দিকে বাড়িঘরে লুটপাট হচ্ছে গুজবে সাবেক কাউন্সিলর শিমুল হত্যার আসামী সন্ত্রাসী মোস্তাফিজুর রহমান পিযুষ গ্রুপের লোকজন আবারও বর্তমান কাউন্সিলর বেলাল হোসেন গ্রুপের লোকজনের বাড়িঘরে আধাঘন্টা তাণ্ডব চালায়। এতে উভয়পক্ষের মধ্যে দ্বিতীয় দফা হামলা ও সংঘর্ষ হয়। এসময় পিষুষ ও তার লোকজনের ফলার আঘাতে আজগর আলী প্রামাণিক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় কমপক্ষ ২০ জন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে, আজগার আলী হত্যার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে কাউন্সিলর পিযুষের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ