বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস’র প্রাদুর্ভাবের কারণে খাদ্য সংকট মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) ১ হাজার ৮’শ দুস্থ সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে কুষ্টিয়ায়।
আজ সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুষ্টিয়াস্থ ক্যাম্পে এ খাদ্য সহায়তার উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান। এসময় সহকারী জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান জানান, জেলার ৬ উপজেলায় প্রতি উপজেলায় ৩’শ করে মোট ১হাজার ৮শত দুস্থ সদস্য-সদস্যাদের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সাবান ও মাস্ক বিতরণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার