২৯ মে, ২০২০ ১৭:৩৬

রংপুরে জিনের বাদশা চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে জিনের বাদশা চক্রের ৪ সদস্য গ্রেফতার

রংপুরে পুলিশ অভিযান চালিয়ে জিনের বাদশা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা প্রতারণার চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। শুক্রবার বিকেলে মাহিগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে তথ্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান। এসময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ মে প্রতারণার শিকার কুড়িগ্রামের আমজাদ আলীর ছেলে শফিকুল ইসলাম মাহিগঞ্জ থানায় অভিযোগ করেন। ভাগ্য পরিবর্তনের প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র তার কাছ থেকে কয়েক ধাপে ১ লাখ ৮ হাজার ৫’শ টাকা হাতিয়ে নেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে মুলহোতা আব্দুল করিমের ছেলে মো. রিয়াদ হাসান রকি ওরফে রায়হান (২০), মৃত আফছার আরীর ছেলে মো. সিদ্দিকুল ইসলাম (৩৫),  মজিবর রহমানের ছেলে মো. আজহার আলী শেখ (৩২), মৃত লুৎফর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম রিপনকে (৪৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সকলের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায়। 

এ বিষয়ে ডিজিটাল আইনসহ অন্যান্য ধারায় মামলা করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর