যশোরের বেনাপোলের সাদীপুর গ্রাম থেকে ৩৮ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় বিজিবি অপর এক অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।
রবিবার রাতে দিকে সাদীপুর গ্রাম ও মাঠের মধ্যে থেকে মাদকের চালানটি উদ্ধার করে বিজিবি সদস্যরা। তবে এসময় মাদক পাচারকারীদের আটক করতে পারেনি বিজিবি।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি মাদকের বড় একটি চালান নিয়ে পাচারকারীরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। এধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলের সাদিপুর গ্রাম ও মাঠের মধ্যে বিজিবি অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা, ১৫০বোতল ফেন্সিডিল ও ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/হিমেল