মাটির দেয়াল ধসে চাপা পড়ে দিনাজপুরের খানসামায় পলি আক্তার (১৩) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত দুইটার দিকে খানসামা উপজেলার হোসেনপুর গ্রামের মন্ডল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলি আক্তার (১৩) খানসামার হোসেনপুর গ্রামের মন্ডল পাড়ার আমিনুল ইসলামের মেয়ে।
নিহতের পিতা আমিনুল ইসলাম জানান, রাত দুইটার দিকে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাতের সময় শুয়ে থাকা অবস্থায় মাটির দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার খানসামা ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম,পিআইও মাজহারুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, ইউপি সদস্য নিহত ওই ছাত্রীর পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান।
খানসামা ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, নিহতের দাফন, ঘর মেরামত ও অন্যান্য সকল সহযোগিতা করবে প্রশাসন।
বিডি প্রতিদিন/এ মজুমদার