হবিগঞ্জে প্রতিবন্ধী স্কুলের দেড় শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ রবিবার দুপুরে মানবসেবা সংগঠনের আর্থিক সহযোগিতায় ও তাসনুভা শামীম ফাউন্ডেশনের উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রীয় বিরতণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইংল্যান্ড প্রবাসী নুর উদ্দিন চৌধুরী বুলবুল।
খাদ্য সামগ্রী বিতরণীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাসনুভা শামীম ফাউন্ডেশনের কার্যকরি সভাপতি মো. সাহাদাত হোসেন সাদত এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রোটারিয়ান মহসিন চৌধুরী।
বিডি প্রতিদিন/হিমেল