নিজ বাড়ির শয়ন কক্ষে ঢুকে সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান খানকে এক মুখোশধারী সন্ত্রাসী কুপিয়ে জখম করে পালিয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। রবিবার ভোর সাড়ে ৬টা দিকে চান্দাইকোনা নিজ বাসভবনের ২য় তলায় শয়ন কক্ষে এ ঘটনা ঘটে।
রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল আলম শরিফ জানান, শয়ন কক্ষে ঘুমিয়ে ছিল হান্নান। এ সময় মুখোশধারীরা ঘরের টোকা দেয়। এ সময় হান্নান ঘরের দরজা খোলা মাত্র তার মাথায়, বাম কানে, ঘাড়ে, পিঠে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনার সময় তার স্ত্রী ও কাজের মেয়ে ছাড়া বাড়িতে কেউ ছিল না। ঘটনার পরই ওই মুখোশধারী ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
শরিফুল আলম শরিফ আরও বলেন, ঘটনার পরই আহত আব্দুল হান্নান খানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অপারেশন শেষে তাকে বেডে নেয়া হয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে ৩ ব্যাগ রক্ত দিতে হয়েছে। সংবাদ পেয়ে দলের বিপুল সংখ্যক নেতাকমীরা তাকে দেখতে বাড়িতে ভিড় জমায়। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতারে চান্দাইকোনা বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ-সমাবেশ করেন দলের নেতাকমীরা।
রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, শয়ন কক্ষে ঢুকে আব্দুল হান্নান খানকে শরীরের কয়েকটি স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মুখোশধারী ব্যক্তিকে শনাক্ত ও তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন