সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ অনুষ্ঠান রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তন ‘নাটমন্দিরে’ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর স্থানীয় সরকার উপ-পরিচালক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, গাজীপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে ক্যান্সারের ৫৪ জন, কিডনী ২৬ জন, স্ট্রোকে প্যারালাইজড ১৯ জন, জন্মগত হৃদরোগ ১ জন, লিভার সিরোসিস ২ জন এবং থ্যালাসেমিয়া ৩ জন সহ মোট ১০৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার