দেশী ও পোনা মাছ রক্ষার জন্য ক্ষতিকর প্রায় এক হাজার মিটার জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করলেন দিনাজপুরের খানসামা ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।
শনিবার বিকেলে খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে কারেন্ট জালগুলো পোড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন পিআইও মাজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ,ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, দেশী ও পোনা মাছ রক্ষার জন্য সচেতনততামূলক কার্যক্রম অব্যাহত আছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল