করোনা আক্রান্ত হয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন রতনের (৫১) মৃত্যু হয়েছে।
রবিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন।
মোতাহের হোসেন ফরিদগঞ্জ বিআরডিবি’র চেয়ারম্যান ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
বিকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিরগাঁও গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের চাচাতো ভাই ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন জানান, মোতাহের হোসেন রতন হার্টের রোগে আক্রান্ত ছিলেন। গত ১১ জুন রাতে অসুস্থ হয়ে হন। এরপর তার অবস্থার অবনতি ঘটলে ১৩ জুন তাকে কুমিল্লা মেডিকেলে নেয়া হয়। এরপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ফরিদগঞ্জে অবস্থানকালে নমুনা পরীক্ষা দেয়া হয়েছিল। গত ৪ দিন আগে তার রিপোর্ট পজেটিভ এসেছে।
বিডি প্রতিদিন/আরাফাত